আয়না আয়না তুমি কি কেবলই প্রতিচ্ছবি দেখো? মন দেখতে পাও কি? মনের ভেতরে হাজার ফুলের সুভাস পাখির কলকাকলীতে মুখরিত ভোর। মনের আকাশের রংধনু ঝর্ণার গান শুনতে পাও, ভালোবাসায় সপ্তসুরে বিমোহিত মন প্রজাপতির পাখায় ভর করে উড়ে বেড়ানো দুরন্ত প্রহর। এক পসলা বৃষ্টির পরে ঝলমলে রোদ্দুর বুকের জমিনের বিস্তৃর্ণ সবুজ ঘাস বসন্তের আবেশে আচ্ছন্ন মন। অথবা […]