ফ্রুট স্যালাড
উপকরণ :
আনারস = ২০ টুকরো,
শসার চাকতি = ২০ খানা,
বড় আঙুর = ১০ টা,
চেরি = ১০ টা,
মেয়নিজ = পরিমাণ মতো ।
প্রণালী :
একটা আনারসের চাকতির উপর একটা শসার চাকতি রেখে, আঙুর ও চেরি কেটে অর্ধেক করুন । ভিতরের বীচি বাদ দিয়ে তারপর শসার উপর আধখানা আঙুর এবং আধখানা চেরি রাখুন । সবগুলো ফলের টুকরো একটা টুথপিকে গেঁথে নিন । এবার উপর থেকে একটু মেয়নিজ ঢেলে দিন । এইভাবে ২০ টুকরো আনারস দিয়ে ২০ টা ফলের কুচির সারি তৈরি করুন । একটা গোল প্লেটের চারদিকে সাজিয়ে পরিবেশন করুন ।