উপকরণ :
কফি = ২ চা চামচ,
দুধ = ৪ টেবিল চামচ,
চিনি = পরিমাণ মতো,
ক্রিম = অল্প,
কোকো পাউডার = আধ চা চামচ,
পানি এ = ক কাপ ।
প্রনালী :
পানি ফুটিয়ে নিন । দুধও ফোটান । কাপে চিনি ও কফি সামান্য পানি নিন ।চিনি ও কফি মসৃণ করে গুলে গেলে বাকি দুধ, ক্রিম, পানি দিন । ওপর কোকো পাউডার ছড়িযে লম্বা মগ-এ পরিবেশণ করুন ।