আয়না
আয়না তুমি কি কেবলই প্রতিচ্ছবি দেখো?
মন দেখতে পাও কি?
মনের ভেতরে হাজার ফুলের সুভাস
পাখির কলকাকলীতে মুখরিত ভোর।
মনের আকাশের রংধনু ঝর্ণার গান শুনতে পাও,
ভালোবাসায় সপ্তসুরে বিমোহিত মন
প্রজাপতির পাখায় ভর করে উড়ে
বেড়ানো দুরন্ত প্রহর।
এক পসলা বৃষ্টির পরে ঝলমলে রোদ্দুর
বুকের জমিনের বিস্তৃর্ণ সবুজ ঘাস
বসন্তের আবেশে আচ্ছন্ন মন।
অথবা শৈশব, কৈশোরের হাত ছানি
দেওয়া সোনালি সময়
দুচোখের খরোশ্রতা নদী দেখো,
যার দুকূলে কেবলই ভাঙনের শব্দ
দগ্ধ, ঝলসে যাওয়া হৃদয় দেখতে পাও?
বুকের পাঁজরে ঝাঁঝরা হওয়া লক্ষ কোটি ছিদ্র দেখতে পাও
সময়ের স্তুপে চাপা পড়া ফেরারী বসন্ত
গ্রীষ্মের কাঠ ফাটা রোদ্দুরে ফেটে চৌচির হওয়া হৃদয়
এসব তুমি কি দেখো? নাকি কেবলই প্রতিচ্ছবি দেখো?
লিখেছেন- তানিয়া আফরোজ